একড়ির মেয়েবন্ধু রংধনু একড়িকে ভাল্লুকের পাহাড়ের কাছে দেখা করতে বলেছিল। সেখানে পৌঁছে একড়ি রংধনুর দেখা পেল না বটে, কিন্তু যার দেখা পেল, তার নাম নানাবোজো। আর এই নানাবোজো একড়িকে শোনালো রংধনুর আসন্ন বিপদের কথা। কেন কি বিপদে পড়েছে রংধনু? বন্ধুকে বাঁচাতে কি করবে সে?
আদিবাসীদের রূপকথায় নানাবোজো এক অদ্ভুত চরিত্র। ইচ্ছেমত শরীরের আকার বদলাতে পারে, পুরুষ বা মহিলা পশু বা মানুষের রূপও ধরতে পারে সে। রূপকথার গল্পে একইসঙ্গে নানাবোজোকে যেমন প্রতারক বলা হয়েছে তেমন বীর নায়কও বলা হয়েছে। তবে যেহেতু একড়ি বাচ্চাদের কমিকস, তাই রচয়িতা এখানে খুবই যত্নের সঙ্গে নানাবোজোকে একইসঙ্গে কৌতুকপ্রবণ ও জাদুকরের মত করে তুলে ধরেছেন। এই কমিকসের পাতায় পাতায় নানাবোজোর অদ্ভুত কীর্তিকলাপ পেটে খিল ধরানোর মত।
Sob page e upor niche copy for di66en.. sekhane anek lekhar upor ota thk6e segulo pora ja66e na.. eta plzz ektu dekhben..